January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 3rd, 2022, 7:48 pm

চলে গেলেন পন্ডিত ভজন সোপোরি

অনলাইন ডেস্ক :

ভারতীয় সংগীত জগতে আরো এক নক্ষত্রের পতন। একে একে ঝরে পড়ছে নক্ষত্রগুলো। জনপ্রিয় শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে ও সঙ্গীতশিল্পী শেইল সাগরের পর এবার না ফেরার দেশে পাড়ি জমালেন সন্তুরবাদক পন্ডিত ভজন সোপোরি। বৃহস্পতিবার (২ জুন) গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পন্ডিত ভজন সোপোরি। মৃত্যুকালে এই ধ্রুপদী শিল্পীর বয়স হয়েছিল ৭৪ বছর। সংবাদ সংস্থা পিটিআইকে খবরটি নিশ্চিত করেছে সন্তুরবাদকের পরিবার। জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত এই শিল্পী। কাশ্মীরের শিল্পী ভারতীয় ধ্রুপদী সংগীতের সুফিয়ানা ঘরানায় তালিম নিয়েছেন। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন পন্ডিত ভজন সোপোরি। মাত্র পাঁচ বছর বয়সে প্রথমবার মঞ্চে পারফর্ম করেছিলেন। দীর্ঘ সাত দশকের ক্যারিয়ারে মিশর, ইংল্যান্ড, জার্মানি থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানান প্রান্তে ভারতীয় ধ্রুপদী সংগীতকে পৌঁছে দিয়েছেন তিনি। ১৯৯২ সালে সংগীত নাটক একাদেমি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন এই সন্তুরবাদক। ২০০৪ সালে ভারত সরকার পন্ডিত ভজন সোপোরিকে ভারতীয় ধ্রুপদী সংগীতের অবদানের জন্য পদ্মশ্রী সম্মান দেন।