জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিম উল্লাহ প্রকাশ বাচ্চু ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২২ অক্টোবর) চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন।
অভিযুক্ত সলিম উল্লাহ প্রকাশ বাচ্চু চসিকের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলায় তাদের বিরুদ্ধে ৯৪ লাখ ৩৮ হাজার টাকার দুর্নীতির অভিযোগ এনেছে দুদক।
দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এর ইনচার্জ ও উপ-পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
সলিম উল্লাহ প্রকাশ বাচ্চু ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ অর্থ অত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।
তিনি আরও বলেন, দুদক মামলাটি আরও তদন্ত করবে এবং তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে গ্রেপ্তার
দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচারে সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে সিআইডি’র মামলা
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট