December 31, 2025
Thursday, March 24th, 2022, 8:55 pm

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৭০ দোকান ভস্মিভূত

চাঁদপুরের হাইমচরের চরভৈরবী লঞ্চঘাট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৭০টি দোকান ভস্মিভূত হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক শাহীদুল আলম জানান, বৃহস্পতিবার ভোরে একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ছোট-বড় ৭০টি দোকান পুড়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে হাইমচর ফায়ার স্টেশন ও রায়পুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। এর আগে আগুন নেভাতে গিয়ে স্থানীয় প্রায় ১৫ জন আহত হন। তারা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

—ইউএনবি