April 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 24th, 2024, 10:18 pm

চাঁদপুরে আইফোন কিনতে এসে মারামারিতে ৩ যুবক ছুরিকাঘাত, আটক ৪

অনলাইন ডেস্ক:

অনলাইনে বিজ্ঞাপন দেখে মাদারীপুর থেকে চাঁদপুরে আইফোন কিনতে এসে মারামারিতে প্রতারক চক্রসহ ৩ যুবক ছুরিকাঘাত হয়ে গুরুতর আহত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের প্রেসক্লাব ঘাটের পেছনে ডাকাতিয়া নদীর পাড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত ৪ যুবককে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

আহতরা হলো, ঢাকার মাদারীপুর কালকিনি থানার নজরুল ইসলামের ছেলে মোঃ আল-আমিন (২৪), একই এলাকার সোলায়মান এর ছেলে রাহাত (২৩) ও চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার শফিকুল ইসলামের ছেলে মোবাইল বিক্রেতা আফনান (১৮)।

এদের মধ্যে পেটে ছুরিকাঘাত হয়ে গুরুতর আহত অবস্থায় আফনানকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকি দু,জন চাঁদপুর মডেল থানা পুলিশ হেফাজতে সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আইফোন কিনতে আসা আহত, আল আমিন ও রাহাত জানান, অনলাইনে বিজ্ঞাপন দেখে তারা তিন জন মঙ্গলবার দুপুরে ঢাকার মাদারীপুর থেকে চাঁদপুর কয়েকজন যুবকের কাছে আইফোন কিনতে আসেন। চাঁদপুরে যে ক,জন যুবকের কাছে তারা ফোন কিনতে আসেন। তারা তাদের তিন জনকে চাঁদপুর প্রেসক্লাব ঘাটের ডাকাতিয়া নদীর পাড়ে নিয়ে যান। সেখানে তারা তাদেরকে ফোন না দেখিয়ে উল্টো তাদের সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা বাঁধা দিলে ফোন বিক্রেতারা তাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।

তারা জানায়, ছুরিকাঘাতপ্রাপ্ত যে আফনানকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার সাথে লোকজন আমাদেরকে ছুরিকাঘাত করার সময় সে ছুরি উল্টো তার পেটে ঢুকে যায়। এতে তাদের উভয় পক্ষের মাঝে মারামারির সৃষ্টি হলে খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ আহমেদ কাজল অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তি দিলেও ছুরি-কাঘাতে গুরুতর আহত অবস্থায় আফনানের উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, মঙ্গলবার দিন মোটরসাইকেল যোগে মাদারী থেকে ৩ জন যুবক চাঁদপুরে আসেন। এ সময় যাদের কাছে মোবাইল ক্রয় করবেন এবং যারা মোবাইল নিতে এসেছেন তাদের উভয় পক্ষের মাঝে মারামারি হয়। এমন মারামারির খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে উভয় পক্ষের তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবার জন্য নিয়েছি। তবে, তাদের মধ্যে আফনান নামের চাঁদপুরের ছেলেটি ছুরিকাঘাতে অনেক বেশি গুরুতর হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া যারা মোবাইল কিনতে এসেছেন তাদের তিনজন এবং যারা বিক্রি করার কথা তাদের মধ্যে একজন সহ মোট চারজন থানায় আটক রয়েছে।