চাঁদপুরের কচুয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশা খালে পড়ে অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে কচুয়া-গৌরিপুর-ঢাকা সড়কের উপজেলার কড়ইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোস্তাফা কামাল (৫২), অটোরিকশার চালক বিল্লাল হোসেন (৪২), সুফিয়ান (২১), সামাদ (৪২) ও দেলোয়ার হোসেন (৭২)। তারা সবাই উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের বাসিন্দা।
আহতদের বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, উপজেলার মাঝিগাছা গ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলায় যায় অটোরিকশাটি। কাজ শেষে একই অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কা অটোরিকশাটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে চালকসহ পাঁচ জন গুরুতর আহত হন।
তিনি জানান, তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে গুরুতর আহত সুফিয়ান, সামাদ ও দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বেরোবিতে শহীদ পরিবারকে সম্মাননা ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
অসহায় শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন আরপিএমপি কমিশনার
পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারিতে জড়ালো ছাত্রদল, মোটরসাইকেল ভাংচুর