চাঁদপুরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। তাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা হয়েছে এবং ২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় তাদেরকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকরা নদীর পাড়ে সদর উপজেলার ইব্রাহীমপুর ও চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
নিয়মিত মামলা যাদের বিরুদ্ধে হয়েছে- জলিল সিকদার (৬০), শাহজাহান খাঁন (৬২), নুর ইসলাম কবিরাজ (৩৮), মহন হাওলাদার (২৭), ফারুক মিয়া (২৩), মান্নান খাঁন (৬৫), চাঁন্দু ভূঁইয়া (২৫), সুরুজ ভূঁইয়া, (২৮), ইকবাল ভূঁইয়া (১৯), ইয়াছিন ছৈয়াল (২২), মো. ইব্রাহিম খলিল (২০), রমজান শেখ (২৫)।
শনিবার (১১ মে) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, শনিবার (১১ মে) সকাল সোয়া ৮টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইন ও সঙ্গীয় ফোর্স মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় এসব জেলেদের আটক করে।
ওসি বলেন, এ সময় জেলেদের সঙ্গে থাকা ২ হাজার ২০০ মিটার কারেন্ট জাল ও ৩টি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলে সোপর্দ করা হয়েছে। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
জব্দ জালগুলো আগুনে পুড়ে নষ্ট করা হয়েছে এবং নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ থানার হেফাজতে আছে বলে জানান এই কর্মকর্তা।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ