চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে কাছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে আগুনে পুড়ে গেছে আনন্দ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস।
শনিবার ভোর ৫টার দিকে গাড়িতে আগুন লাগে। গাড়ি থেকে লাফিয়ে নামার সময় মারাত্মক দগ্ধ হয়েছেন হেলপার খোকন মিয়া (৬০)। তিনি এখন জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। তার উভয় হাত দগ্ধ হয়।
তিনি ইউএনবিকে বলেন, আমি বাসের ভেতর ঘুমিয়েছিলাম। আগুন লাগার পর বাস থেকে লাফিয়ে নামার সময় আমি আহত হই। তবে আমার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, পরে খবর পেয়ে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম পরে ঘটনাস্থলে যান।
তিনি বলেন, ‘আসলে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসটির ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি
রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা