নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে সেহরির সময় গ্যাস-সংযোগ থেকে হওয়া অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- খাদিজা আক্তার (২৫), শাহনাজ বেগম (৬০), আব্দুর রহমান (৬৫) ও মো. মমিন (১৪)। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চাঁদপুরের এক বাসায় গ্যাস-সংযোগ থেকে হওয়া অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আমাদের এখানে চারজন এসেছেন। তাদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ, শাহনাজ বেগমের শরীরের ২০ শতাংশ দগ্ধ, আব্দুর রহমানের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ও মো. মমিনের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।
এর আগে রোববার ভোরে সেহরির জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমানে দুইজন চিকিৎসাধীন। আর বাকি চারজনকে ঢাকায় পাঠান চিকিৎসক।
আরও পড়ুন
বিচার চাইতে গিয়ে চাঁদাবাজির মামলার আসামী হলেন বিএনপি নেতা: স্বাক্ষী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক
সখীপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
জাতীয় সমাজতান্ত্রিক দল ৩০০ আসনে প্রার্থী দেবে