চাঁদপুরে মেঘনার মাঝ নদীতে পণ্যবোঝাই একটি বাল্কহেডে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের সফরমালীর কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাল্কহেফটির নাম এমভি ফারুক।
বাল্কহেডের মাস্টার মো. সোহাগ জানান, বরিশাল থেকে কাগজের তৈরি কার্টন নিয়ে তাদের বাল্কহেডটি মুন্সিগঞ্জ যাচ্ছিলো। এর মধ্যে চাঁদপুরের মেঘনা নদীর সবুজ বয়া এলাকা অতিক্রম করার সময় সফরমালী এলাকার কাছে কার্টনে আগুন লেগে যায়। এ সময় কোনো উপায় না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে কল দেন।
চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ইউএনবিকে জানান, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করে মাত্র এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, বাল্কহেডে থাকা ছয় জন নাবিক অক্ষত আছেন। আগুনে বাল্কহেডে থাকা প্রচুর পরিমাণ কার্টন পুড়ে গেলেও এর ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি।
তবে এখনও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
১৯১ রানেই অলআউট বাংলাদেশ
১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে- অধ্যাপক মাহফুজুর রহমান