January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 14th, 2022, 7:13 pm

চাঁদপুরে লঞ্চে ছুরিকাঘাতে যাত্রী নিহত, আটক ৮

ফাইল ছবি

চাঁদপুর লঞ্চ ঘাটে সিট পাওয়া নিয়ে ঝগড়ার জেরে চাঁদপুরগামী একটি লঞ্চে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

নিহত সুমন গাজী চাঁদপুর জেলার সদর উপজেলার ইউসুফ আলী গাজীর ছেলে।

চাঁদপুর নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাত ১১টার দিকে চাঁদপুরগামী লঞ্চ ‘এমভি সোনার তরী-৩’ এ সিট পাওয়া নিয়ে ২২ বছর বয়সী বাবুল আহমেদের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়।

তারা দুজনেই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর যাওয়ার জন্য লঞ্চে ওঠেন।

রাত সোয়া ১১টায় লঞ্চটি চাঁদপুর লঞ্চ ঘাটে পৌঁছালে বাবুসহ ৮-৯ জন লোক সুমনের ওপর হামলা করে এবং নির্বিচারে ছুরিকাঘাত করে আহত করে।

পরে সুমনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

—-ইউএনবি