জেলা প্রতিনিধি:
চাঁদপুর সদরের মহামায়া এলাকায় চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধাসহ আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত (১৭) চাঁদপুর সদর উপজেলার হাপানিয়া গ্রামের হানিফ পটোয়ারীর ছেলে ও আসিফ (১৮) একই বাড়ির আক্তার পাটোয়ারীর ছেলে। এ ঘটনায় সাজ্জাদ (১৭) ও পথচারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৭০) গুরুতর আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, রাত ১০টার দিকে তিন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় যাচ্ছিল। মহামায়া ব্রীজের কাছে পৌঁছলে মুক্তিযোদ্ধা নজরুলকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে ও খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসিফকেও মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সাজ্জাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি জানান, নিহত দুই শিক্ষার্থী এবারের এসএসসির পরীক্ষায় অংশ নিয়েছে। সম্প্রতি তাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত