চাঁদপুর পুরানবাজারে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার মধুসূদন হাই স্কুল মাঠে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে ২ এলাকার যুবকদের মধ্যে সংঘর্ষের শুরু হয়। রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। ২ পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান, সংঘর্ষে অন্তত আহত হয়েছে ১৫-১৬ জন।
নিহত আল আমীন (৩২) শহরের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আ. মজিদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলমের নেতৃত্বে ঘটনাস্থলে যায় এবং ২০-২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে সব সঠিক তথ্য জানা যাবে।
—–ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত