চাঁদপুর কারাগারের জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উম্মে হাছিনা (৪১) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে বলে জানা যায়। হাছিনা দু’টি মাদক মামলায় গত চৌদ্দ মাস যাবৎ জেলা কারাগারের নারী সেলে আছেন বলে কারা পুলিশ থেকে জানা যায়। তিনি জেলার কচুয়া উপজেলার তুলাতলী গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী।
জেল কর্তৃপক্ষ জানায়, জেলে বন্দী অবস্থায় তিনি জ্বর ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। অবস্থা গুরুতর হলে তাকে বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
জেলা সদর হাসপাতালের আবাসিক ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানান, এই নারী হাজতিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয় বেলা দেড়টার দিকে। জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়ার কিছুক্ষণ পরে তিনি মারা যান।
সদর মডেল থানার ওসি আ. রশিদ ইউএনবি কে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়। সন্ধ্যার পরে তার লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
জেলা কারাগারে ফোন করলে জেলার মো. এনায়েত উল্লাহ এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
—ইউএনবি
আরও পড়ুন
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা