April 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 26th, 2025, 3:20 pm

চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই শতাধিক দোকান উচ্ছেদ

অনলাইন ডেস্ক

চাঁদপুরে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাবুরহাট এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।

অভিযানে প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ দোকান, টিনের ঘর, টিনের বেড়াসহ পাকা দালানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই শতাধিক দোকান উচ্ছেদএদিকে অভিযান চালানোর আগে সর্বসাধারণের অবগতির জন্য মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। যদিও উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হয়নি সড়ক বিভাগের কোনো কর্মকর্তা।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ সড়ক বিভাগের কোনো নোটিশ ছাড়া এমন উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। মালামাল অন্যত্র সরিয়ে ফেলার সময় লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই শতাধিক দোকান উচ্ছেদহোটেল ব্যবসায়ী মোস্তফা পাটোয়ারী ও মমিন পাটোয়ারী বলেন, উচ্ছেদ করবে ভালো কথা কিন্তু কোনো নোটিশ ছাড়া সাতসকালে আমাদের দোকানপাট ভাঙচুর করে গেলো। আমাদের মালামাল প্রচুর ক্ষতি হয়েছে। এক সারিতেই ৫০টির বেশি দোকান আছে। এখানে হাজারো মানুষের আয়ের উৎস। এখন আমাদের পথে বসতে হবে।