৫ থেকে ১০ মিনিটের মধ্যে চাঁদপুর শহর রক্ষা বাঁধের উত্তর পশ্চিম কোণা ডেবে গেছে। বাঁধের এ অংশটি চাঁদপুর মাদরাসা রোড এলাকার লঞ্চ ঘাটের পশ্চিমেই অবস্থিত।
এব্যাপারে বাসিন্দা গৃহিনী নাজমা বেগমসহ অন্যান্যরা ইউএনবিকে জানান, রবিবার ভোর ৬টায় মেঘনা নদীতে ঘূণির্পাকের সৃষ্টি হয়; আর তখনই ১০ মিনিটের মধ্যে এখানকার সিসি ব্লকগুলো একে একে তলিয়ে যায়। এসময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পানি উন্নয়ন বোর্রডের (পাউবো) কমর্কর্তারা জানান,বতর্মানে এখানে মেঘনা নদীর গভীরতা ২৭/২৮ মিটার।
খবর পেয়ে রবিবার দুপুর একটায় ডেবে যাওয়া অংশ পরিদর্শনে আসেন পাউবো এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।
তিনি ইউএনবিকে জানান, কমপক্ষে ২৫ মিটার এলাকার ব্লক ডেবে তলিয়ে গেছে মেঘনায়। আশপাশের অংশটুকুও ভালনারেবল। সোমবার সকাল থেকে দেবে যাওয়া অংশে ব্লক ডাম্পিং করা শুরু হবে। আমাদের স্টকে ১৪৭০০ সিসি ব্লক মজুদ আছে। ঠিক কি কারণে এখানটায় হঠাৎ ব্লক ডেবে গেলো, এখনই স্পষ্ট বুঝা যাচ্ছে না। প্রচণ্ড ওয়েভ একশান হতে পারে বলে তিনি ধারণা করছেন।
তিনি আরও জানান, অবশ্য আতঙ্কের কোনো কারণ নেই। খবর পেয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ঘটনাস্থলে যান এবং বাঁধ রক্ষার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এলাকাবাসীকে।
—ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন