October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 7th, 2025, 9:10 pm

চাঁদাবাজদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৫

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকায় মেঘনা নদীতে নৌ–চাঁদাবাজদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় দীর্ঘদিন ধরে কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা ও সাজ্জাদসহ ২০-৩০ জনের একটি চক্র বালু ও মালবাহী নৌযানে চাঁদা আদায় করে আসছিল।

মঙ্গলবার সকালেও বারেকের নেতৃত্বে টিটু ও মহসিনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে নৌযানগুলোর শ্রমিকদের কাছ থেকে চাঁদা তুলছিল। এ সময় এসবি জয়নব বৃষ্টি পরিবহণ নামের একটি বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর ও ধারালো অস্ত্রে কুপিয়ে আহত করা হয়।

খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ–পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চাঁদাবাজ চক্রটি টেঁটা, বল্লম ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চাঁদাবাজ রানা ও সাজ্জাদকে আটক করে।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কনস্টেবল সোহাগ ও শ্রমিক জাকারিয়া ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এসবি জয়নব বৃষ্টি পরিবহণের সুকানি শফিকুল ইসলাম বলেন, মরিচাকান্দি এলাকা থেকে বালুভর্তি বাল্কহেড নিয়ে ঢাকায় যাওয়ার পথে নুনেরটেক এলাকায় চাঁদাবাজরা তাদের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তাদের শ্রমিকদের ওপর হামলা চালানো হয়।

বৈদ্যেরবাজার নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এ চাঁদাবাজ চক্রটি মেঘনা নদীতে নৌযান থেকে চাঁদা আদায় করছে। মঙ্গলবার সকালে অভিযানে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএনবাংলা/