December 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 10th, 2025, 7:55 pm

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের রুখে দিয়ে  ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম, পীর সাহেব  চরমোনাই বলেন চাঁদাবাজ দুর্নীতিবাজ টেন্ডারবাজদের রুখে দিয়ে দেশের  উন্নায়নে মানবাতার কল্যাণে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।তিনি দেশে চলমান চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কু- কর্ম জনগনের সামনে  তুলে ধরে তাদেরকে রুখে রুখে দেওয়ার আহবান জানিয়ে  বলেন খুলনার মাটি  ইসলামের ঘাঁটি তিনি রুপসা তেরাখাদা,  ও দিঘলিয়া বাসীদের সাংগঠনিক কর্মকান্ডের প্রতিধন্যবাদ জানিয়ে দলের মহাসচিব রুপসার কীর্তি সন্তান হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদকে  কে খুলনা ৪ এর হাতপাখার প্রার্থী হিসেবে জনতার সামনে পরিচয় করিয়ে দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রুপসা সভাপতি  সভাপতি মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে ও  সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদের পরিচালনায় উপজেলা পালেরহাট ফুটবল ময়দানে  ওলামা ও সুধী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির ও খুলনা ৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী  হাফেজ মাওলানা অধ্যক্ষ আবদুল আওয়াল, বিশেষ অতিথির বক্তব্যে খুলনা ৪ আসনের  প্রার্থী দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন আমরা নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বেকারদের কর্মসংস্থান, চিকিৎসাও শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হবে ইনশাল্লাহ

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খুলনা জেলাশাখা সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান জামায়াতে ইসলামী খুলনা জেলার নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম ইসলামী আন্দেলন  মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন,জেলা সহ-সভাপতি ও খুলনা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব  মাওলানা আবু সাঈ, জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদার  খেলাফত মজলিসের মাওলানা রবিউল ইসলাম  মাওলানা আঃ কাইয়ুম

জমাদ্দারজেলা প্রচার সম্পাদক হাফেজ  মুফতি আশরাফুল ইসলাম  শ্রমিক আন্দেলনের আবুল কালাম আজাদ জেলা ইসলামী যুব আন্দেলন এর সভাপতি মুফতি ফজলুল হক ফাহাদ  জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ফরহাদ মোল্লা মো মুহিব্বুল্লাহ দিঘলিয়া উপজেলা ইসলামী আন্দেলনের সভাপতি মাওঃ আাসাদু্ল্লাহ হামিদী সেক্রেটারিী,নুরুল হুদা সাজু তোরখাদা সভাপতি মুফতি ফয়জুল্লাহ মাওলানা জাহিদুর রহমান রফিকুল ইসলাম শরিফুল ইসলাম প্রমুখ।