January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 3rd, 2024, 8:06 pm

চাঁপাইনবাবগঞ্জে কিশোর ভ্যানচালক হত্যা মামলায় ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চ্যাঞ্চল্যকর কিশোর ভ্যানচালক পারভেজ আলী (১৪) হত্যা মামলায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার শুক্রবাড়ি এলাকার আজাহার আলীর ছেলে বদিউজ্জামান ও উদয়নগর এলাকার তরিকুল ইসলামের ছেলে আলী হাসান সনি।

বুধবার দুপুরে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ সন্ধ্যার পর ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হবার পর থেকে নিখোঁজ হন উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামের দুলাল আলীর ছেলে পারভেজ আলী।

এর একদিন পর মঙ্গলবার সকালে চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত পারভেজের বাবা দুলাল আলী বাদী হয়ে গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

—-ইউএনবি