January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 16th, 2022, 9:14 pm

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক এলাকায় মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও নামো কয়লাদিয়াড় গ্রামের আবু বক্কারের ছেলে ট্রলি চালক মমিন (১৯)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বেলা ১১টার দিকে খড়কপুর এলাকায় ট্রলির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোটরসাইকেল চালক সুমনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রলি চালক মমিনও মারা যায়।

—-ইউএনবি