January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 24th, 2022, 12:48 pm

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটি সংঘর্ষে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সাথে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভুতপুকুর এলাকার মৃত গরীবুললার ছেলে ফুলচান ও একই এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে শেহের আলী এবং ঝিলিম ইউপির আমনুরা কেন্দুল এলাকার মনিক চাঁদের ছেলে নাইমুল।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার শহীদুল আলম জানান, সকাল সাড়ে ৮টায় ইশ্বরদীগামী ছয় ডাউন ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। ১০ মিনিট পর স্টেশনথেকে প্রায় আধা কিলোমিটার দূরে আলীনগর হাজিরমোড় এলাকায় একটি ভটভটি অরক্ষিত একটি রেলগেট পার হচ্ছিল। এসময় ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ভটভটির তিনজন ঘটনাস্থলে মারা যান।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে, ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, আলীনগরের হাজীর মোড়ে যে রেল দুর্ঘটনাটি ঘটেছে এটি একটি অরক্ষিত স্থান। এখানে কোন গেট নেই।

তিনি বলেন, ‘আমি বিভাগীয় কমিশনারকে ঘটনাটি জানিয়েছি। এখানে একটি রেলগেট নির্মাণ করা হবে।’

—ইউএনবি