চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
রবিবার বিকালে জেলার বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমাল জেলা শহরের পিটিআই মাস্টারপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে ও অপরজন হলো, শহরের নাখরাজপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে আবু মঞ্জুর জুয়েল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )বাবুল উদ্দীন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রবিবার বিকাল সাড়ে চারটার দিকে মহানন্দা নদীর বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর
এলাকায় অভিযান চালায়। এসময় ৩০ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেলে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ ফয়সাল আহমেদ তমালের জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২