চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিবার রাতে পৃথক অভিযানে বিদেশি মদ ও ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় তিন জনকে আটক করেছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বাবলাবোনা এলাকার আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম বাচ্চু (৩৫), একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিলন (২৮) ও উপজেলার কালীগঞ্জ এলাকার মৃত কালু মন্ডলের ছেলে সইবুর আলী।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রবিবার রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপির কালীগঞ্জ সুজাপুর এলাকায় হলুদ খেতের মধ্যে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ৩৭ বোতল বিদেশি মদসহ সইবুর আলীকে আটক করা হয়। একই রাত ১০টার দিকে র্যাবের দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই উপজেলার তত্তিপুর গরুর হাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ১৭৫ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম বাচ্চু ও মিলনকে আটক করে র্যাব।
এ দুই ঘটনায় শিবগঞ্জ থানায় আলাদা দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ