চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুইটি ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০জন আহত হয়েছে।রবিবার জেলার সদর উপজেলায় এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা শহরের মসজিদপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে ফাহাদ(১৬) ও সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর এলাকার কসিমুদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম(৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের মসজিদপাড়া ও সদর উপজেলার বারোঘরিয়ার দু’টি কিশোর গ্যাংয়ের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এরই জেরে রবিবার রাত ৮টার পৌরসভার রেহাইচর এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নিচে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় ফাহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা গুরুতর আহত ফাহাদকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আহত ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অন্যদিকে দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরিত হয়। সংঘর্ষে জিয়ারুল ইসলাম(৪০) নামে এক জন নিহত ও অন্তত ১০জন আহত হয়। গুরুতর আহত জিয়ারুলকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দু’টি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পর থেকে হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন