চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার লক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান (৪৮) সদর উপজেলার টিকরামপুর এলাকার মৃত আকরামের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জনান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাচোল-আমনুরা সড়কের লক্ষীপুর এলাকায় ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান নাচোলের দিকে যাচ্ছিল। ভ্যানের একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানের ছয় যাত্রী আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নান নামে একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী