January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 12:42 pm

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দু’জননিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের বংপুরে এই দুর্ঘটনায় আরও আট জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা (৪২) ও নওগাঁর ধামইরহাট উপজেলার আরানগর গ্রামের কেতাব উদ্দীনের ছেলে মেহেদী হাসান (৪৫)।

রহনপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে ছেড়ে আসা রহনপুরগামী মাহিন্দ্রাকে বিপরীতদিক থেকে আসা ট্রাক্টর ধাক্কা দিলে মাহিন্দ্রাটি রাস্তার পাশে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।