চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্ত এলাকা থেকে বুধবার রাতে পাঁচ কেজি হেরোইন উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাত পৌনে ৯টার দিকে সোনা মসজিদ সীমান্তের ১৮৫নং মেইন সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় দেড়শ’ গজ অভ্যন্তরে তহাখানা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দু’জনকে চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তা থেকে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করে ও মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেয়।
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার