চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফের গুলিতে রাজিবুল ইসলাম রাজন নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ঘটনাটি ঘটে।
নিহত রাজিবুল ইসলাম রাজন জেলার গোমস্তাপুর উপজেলার সুকান দিঘী এলাকার আবুল কালামের ছেলে।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রজিবুলসহ আরও কয়েকজন রাখাল শনিবার দিবাগত রাতে গরু আনতে সীমান্তে যান। রাত ৩টার দিকে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে অন্যরা পালিয়ে এলেও গুলিতে রজিবুল ঘটনাস্থলে মারা যান।
১৬ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নোমান আল ফারুক জানান, সীমান্তে নিহতের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে আমরা জেনেছি। ঘটনাটি নিশ্চিত হওয়ার জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিএসএফকেও এ ব্যাপারে জানানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন