নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। বৃহস্পতিবার (১৩ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, বছর ঘুরে আবারও আমাদের মাঝে ঈদুল ফিতর এসেছে। আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সাম্পদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে রোল মডেল। এদেশে ধর্মীয় উৎসবগুলোতে সকল ধর্মের মানুষ মিলেই উদযাপন করে। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন বিশ্বে বিরল।
করোনাভাইরাস মহামারির মধ্যে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, গত বছরের মতো এ বছরও করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির ভেতরেই আমাদের ঈদ উদযাপন করতে হচ্ছে। অদৃশ্য এই ঘাতককে মোকাবেলা করতে আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে।
আরও পড়ুন
বছরজুড়ে শিক্ষায় অস্থিরতা, শিক্ষার্থীদের হাত ধরেই ‘বিজয়’
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন ১ জানুয়ারি, পরীক্ষা ফেব্রুয়ারিতে