চলতি বছর দারুণ সাফল্যের ধারায় রয়েছে বাংলাদেশের নারী ফুটবল। জুনে সিনিয়র দলের এশিয়া কাপ নিশ্চিত হওয়ার পর পরের মাসেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো অ-২০ নারী দল জায়গা করে নেয় এএফসি অ-২০ এশিয়া কাপে। এবার সেই পথেই হাঁটতে চাইছে অ-১৭ নারী দল।
আগামীকাল (শুক্রবার) জর্ডানের আকাবায় অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচে চাইনিজ তাইপেকে হারাতে পারলেই এএফসি অ-১৭ নারী এশিয়া কাপের মূল পর্বে নাম লেখাবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করা বাংলাদেশের মেয়েদের সামনে এবার জয়ের বিকল্প নেই। ম্যাচ জিতলেই নিশ্চিত হবে তাদের এশিয়া কাপের টিকিট।
বাংলাদেশ অ-১৭ নারী দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘কোয়ালিফাই করতে হলে ম্যাচ জিততেই হবে—এটাই একমাত্র লক্ষ্য। চাইনিজ তাইপে বেশ শক্তিশালী দল। আমরা তাদের জর্ডানের বিপক্ষে খেলা দেখেছি। ওরা কীভাবে গোল করেছে, আর জর্ডান কীভাবে গোল খেয়েছে, সেই জায়গাগুলো বিশ্লেষণ করেছি। চেষ্টা করব সেই ভুলগুলো এড়িয়ে চলতে।’
গোল করা ও রক্ষণভাগ সামলানো—দুটিকেই সমান গুরুত্ব দিচ্ছেন টিটু। তিনি আরও বলেন, ‘গোল না খাওয়ার পাশাপাশি কীভাবে তাদের বিপক্ষে গোল করা যায়, সেটা নিয়েও আমরা পরিকল্পনা করেছি। একটা গোলই ম্যাচের গতি ঘুরিয়ে দিতে পারে। তাই শেষ ম্যাচটা আমরা আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামব।’
আগামীকাল জয়ের মাধ্যমে বাংলাদেশ অ-১৭ নারী দলও যদি মূল পর্বে জায়গা করে নেয়, তাহলে এক বছরেই তিনটি বয়সভিত্তিক দলের এশিয়া কাপ নিশ্চিত করবে বাংলাদেশ নারী ফুটবল—যা দেশের ফুটবল ইতিহাসে এক অনন্য অর্জন হবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
চ্যাটজিপিটি ব্যবহারকারী সংখ্যায় এখন ১০০ কোটি
জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
এইচএসসিতে ফেল করেছেন মারুফা, ভালো ফল মারুফ-বর্ষণের