January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 2nd, 2024, 1:15 pm

চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার আটক

চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে বুধবার সন্ধ্যায় আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন-অর-রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এপ্রিলে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে এ বিষয়ে সমালোচনা ও আলোচনার ঝড় ওঠে।

প্রতিবেদনে দাবি করা হয়, বিভিন্ন পুরস্কারের মাধ্যমে জনসেবার স্বীকৃতি পাওয়া সমাদ্দার বড় ধরনের অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অসহায়দের জন্য বৃদ্ধাশ্রম তৈরি এবং গৃহহীনদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তার কাজের কথা প্রচার করা হলেও ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে।

অভিযোগের মধ্যে রয়েছে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য, বিশেষ করে কিডনি।

গণমাধ্যমে বিষয়গুলো উঠে আসায় এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ কথা বলতে শুরু করেন। এর প্রেক্ষিতেই তাকে আটক করা হয়।

—–ইউএনবি