January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 9th, 2022, 9:43 pm

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধ-বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে অবরোধকারীদের ওপর পুলিশের লাঠিচার্জে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বয়সসীমা বর্তমান ৩০ থেকে ৩৫-এ উন্নীতসহ বিভিন্ন দাবিতে শুক্রবার দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে জড়ো হয়ে আন্দোলনকারীরা ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’-এর ব্যানারে অবস্থান করলে পুলিশ তাদের চলে যেতে বলে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেজওয়ানা বিন্দু বলেন, চাকরিপ্রার্থীরা নড়াচড়া না করায় পুলিশ তাদের ধাওয়া করে এবং তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।

আরেক বিক্ষোভকারী, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আজিম ইউএনবিকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছিলাম। বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ আমাদের ওপর হামলা চালায়, এতে আমাদের কমপক্ষে ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী আহত হয়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ তানজির নামে আমাদের একজনকে কোনো অভিযোগ ছাড়াই আটক করেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘ব্যস্ত মোড়ে যানজটের সৃষ্টি হওয়ায় আমরা তাদের রাস্তা ছেড়ে যেতে বলেছি। আমরা একজনকে আটকও করেছি।’

কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে আজকের কর্মসূচির অন্যতম আহ্বায়ক তানবীর বলেন, তানজিরকে ছাড়া আমরা এ জায়গা ছাড়ছি না।

বর্তমানে তানজিরের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

—-ইউএনবি