January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 20th, 2025, 2:23 pm

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছেন ৩৫ প্রত্যাশীরা। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ শুরু হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন চেয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। গত ১২ বছর ধরে আমরা একই দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না।

jagonews24তারা বলেন, আমরা বেকার, আমাদের কোনো আয়-রোজগার নেই। তবুও দাবি আদায়ে কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। বারবার আন্দোলন করতে আমরা রাজপথে নামতে চাই না। আমরা ৩৫-এর প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরবো। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বো না।

নেত্রকোনা থেকে আন্দোলনে অংশ নিতে আসা ফাহমিদা খাতুন বলেন, আমাদের একটাই দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর চাই। আমাদের আজকের কর্মসূচি পূর্বঘোষিত। দাবি আদায় না করে আমরা বাড়ি ফিরবো না।

দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন ৩৫ প্রত্যাশীরা। গত বছরের ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা।