অনলাইন ডেস্ক :
শেষ ষোলোর ম্যাচে মরক্কোর কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অন্যতম ফেভারিট দল স্পেন। দলটির এমন বিদায়ের পর কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। চাকরি হারালেন এনরিকে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এনরিককে বরখাস্তের বিষয়টি জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এনরিকে ও তার গোটা কোচিং স্টাফকে ধন্যবাদও জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। নতুন কোচও খুঁজে নিয়েছে স্পেন। এখন থেকে স্পেন জাতীয় ফুটবল দলের কোচের ভূমিকায় দেখা যাবে দে লা ফুয়েন্তেকে। ২০১৮ সালে স্পেন জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন এনরিকে। চলতি বছরের শেষ পর্যন্ত তার চুক্তি ছিল। এবারের বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত ছিল স্পেনের। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর জার্মানির সঙ্গে ড্র করে তারা। গ্রুপের শেষ ম্যাচে জাপানের কাছে হারলেও কোনো ক্ষতি হয়নি তাদের। তবে দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্পেন।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে