অনলাইন ডেস্ক :
ফারহা খান বলিউডের নামকরা ডান্স কোরিওগ্রাফার ও পরিচালক। চাঙ্কি পান্ডে বলিউড অভিনেতা। আর এই চাঙ্কি পান্ডের প্রেমেই নাকি একসময় পাগল ছিলেন ফারহা খান! তবে ফারহার এই সময়ে উপলব্ধি ভাগ্যিস চাঙ্কি পান্ডের সঙ্গে তার কোনো পরিণয় হয়নি। ফারহা খান তার এই সুপ্ত ভালোবাসার কথা অভিনেতার মেয়ে অনন্যা পান্ডের সামনে স্বীকার করে নেন। কমেডি শো ‘দ্য খাতরা খাতরা শো’-তে অনন্যার সামনে অকপটে চাঙ্কির প্রতি তার যে ভালোলাগা কাজ করত তাই নিয়ে খোলামেলা কথা বলেছেন। স্পেশ্যাল হোস্ট হিসেবে প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে হাজির হন ফারহা খান। চাঙ্কির স্ত্রী ভাবনা পান্ডের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন ফারহা শুধু মাত্র চাঙ্কির সঙ্গে ঘনিষ্ঠ হতেই। এরপর তিনি হাসতে হাসতে বলেন, চাঙ্কির সঙ্গে কাজ করে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছি, ভাগ্যিস আমাদের মধ্যে কিছু ছিল না। আমি ভাবনাকে ধন্যবাদ জানাই ওকে বিয়ে করবার জন্য’। এই এপিসোডের শ্যুটিং-এর সময় ফারহা অনন্যার সঙ্গে মজাদার ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায় ফারহা দৌড়াতে দৌড়াতে এসে অনন্যাকে বলে ‘খালি-পিলি’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার জিতেছে সে। পরমুহূর্তেই চাঙ্কির ফেমাস ডায়লগ শোনা যায় ফারহার মুখে, ‘আই অ্যাম জোকিং’। তা শুনে কেঁদেই ফেলেন অনন্যা! সেই ভিডিওর কমেন্ট বক্সে চাঙ্কি লেখেন, ‘কেউ ফারহার ৫০ টাকা কেটে নাও ওভার অ্যাক্টিং-এর’। পালটা ফারহা লেখেন, ‘নিজের মেয়েকে সামলা আগে’।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত