November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 12:10 am

চাচাকে ‘বাবা’ সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ইউএনও কামাল ওএসডি

 

নিজের চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

অভিযোগ রয়েছে, ৩৫তম বিসিএসে অংশ নেওয়ার সময় কামাল হোসেন তার প্রকৃত পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের নামের পরিবর্তে নিজের চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনের নাম ‘পিতা-মাতা’ হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটি করেন দুদকের সম্মিলিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু।

এরই মধ্যে প্রকৃত মা-বাবা শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সিদ্ধান্তের একদিন পরই ইউএনও কামাল হোসেনকে ওএসডি করা হলো।

এনএনবাংলা/