জেলা প্রতিনিধি, পাবনা :
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে বিষপানে দুই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মৃত দুই ছাত্রী হলো, হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের জিল্লুর হোসেনের মেয়ে যুথী আক্তার(১৫) এবং পাইকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন সাকুর মেয়ে শাবানা খাতুন (১৫)। যুথী হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাবানা পাইকপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে, কি কারণে তাদের আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা নিজেদের বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে, ঠিক কি কারণে তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন
খালেদা জিয়ার মৃত্যুতে সারিয়াকান্দিতে পৌর বিএনপির টানা ৭ দিন কোরআন খতম ও দোয়া মাহফিল
কালকিনিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনে অনিয়মের অভিযোগ!
ভারতীয় মোবাইল ডিসপ্লে-সহ ফুলবাড়ীর এক যুবক লালমনিরহাটে আটক