January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 8th, 2024, 5:40 pm

চায়না থেকে আসা ১২৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আনলোডারবাহী মাদার ভেসেলটি নোঙ্গর করে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

পায়রা বন্দরে প্রথমবারের মতো এলো পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাসের দু’টি কোল আনলোডার। চায়না থেকে ১২৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আনলোডারবাহী এম ভি ঝি সান মাদার ভেসেলটি বৃহস্পতিবার বেলা সেয়া ১১ টায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল হয়ে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করে। ১৮৬ দশমিক ৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৫০ মিটার গভীরতার জাহাজটির প্রস্থ্য ৪৬ মিটার। এবারই প্রথম পায়রা বন্দরে ৪৬ মিটার প্রস্থের জাহাজ বন্দরের চ্যানেলের প্রবেশ করায় পায়রা বন্দর চেয়ারম্যান ও আর এন পি এল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আর এন পি এল জেটিতে আসে। এ জাহাজটি দেখতে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী ছাড়াও শত শত মানুষ ভীড় করে জেটিতে।

বর্তমানে ১৬২৮.৫৬ মেট্রিকটনের এ আনলোডার দু’টি বিদুৎ কেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে এ বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ ভাগ নির্মান কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ কোল আনলোডার দু’টি চায়না থেকে নিয় আসা হয়। আগামীকাল শুক্রবারের মধ্যে এ আনলোডার দু’টি নামানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিদুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পর কলাপাড়ায় নির্মানাধীন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াটের আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আসতে শুরু করেছে। এর ফলে এই বন্দরে ৪৬ মিটার প্রস্থের প্রথম জাহাজ সরাসরি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করতে পেরেছে। এর ফলে পায়রা বন্দরের জন্য আরেকটি সফলতা যুক্ত হল।