জেলা প্রতিনিধি :
রাজশাহীর চারঘাটে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চককাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন- ওই গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫), কাবিল হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাবলী (৬০), মো. জনির ছেলে পরশ (৮) এবং মাহবুবের ছেলে সোহান (৮)। এ ঘটনায় আহত ছয় বছরের এক জেলা শিশু এবং ১৫ বছরের এক কিশোর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম রতন বলেন, বিকালে ঝড়ের সময় চারঘাটের ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশে নারী ও শিশুরা আম কুড়াচ্ছিল। তখন বজ্রপাত হলে মুক্তা বেগম ও আলেয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান। আর শিশু পরশ ও সোহান মারা যায় রামেক হাসপাতালে নেয়ার পথে। অন্য দুই শিশু-কিশোর রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বিষটি সম্পর্কে কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, বজ্রপাত চারজনের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হবে।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল