March 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 6th, 2025, 10:51 am

চার কোটি টাকার ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার চোরাকারবারি আটক

রংপুর ব্যূরো: র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর একটি আভিযানিক দল প্রায় চার কোটি টাকার  ৩৯৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে । বুধবার দুপুরে র‌্যাব-১৩ সদর দপ্তরে একটি প্রেস ব্রিফিং এ র‌্যাবের কোম্পানি কমান্ডার সিপিসি-২ নীলফামারী মেজার ইসতিয়াক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযানটি পরিচালনা করি। ৮ ইঞ্চি মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করে মূর্তি চোরাকারবারি আককাছ আলী(৫২) কে আটক করি।উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি দৈর্ঘে ৬৬ ইঞ্চি এবং প্রস্থে ৩০ ইঞ্চি।মূর্তিটির ওজন ৩৯৫ কেজি এবং এটির মূল্য আনুমানিক ৩ কোটি ৯৫ লক্ষ টাকা।  দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় অভিযান পরিচালনা করে। এই ঘটনায় ২ জন জড়িত থাকলেও একজন পলাতক আছে। আমরা পলাতক আসামিকে আইনের আওতায় আনার চেষ্টা চলমান রেখেছি।

তিনি জানান মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী) বীরগঞ্জের ৩ নং শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান পরিচালনা করে মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।এসময় আককাছ আলী(৫২) নামের একজন মূর্তি চোরাচালানকারীকে আটক করেছে র‌্যাব।

মেজার ইসতিয়াক আহমেদ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আককাছ আলী স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে মূর্তি চোরাচালান করেন।গ্রেফতারকৃত চোরাকারবারির বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে