July 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 7th, 2025, 8:10 pm

চালের বাজারে কঠোর নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা

 

ভরা মৌসুমে চালের দাম ‘অনেক বেশি’ বেড়ে গেছে— এমন অভিযোগ অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ সোমবার (৭ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে খাদ্য নিরাপত্তাবিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দাম কিছুটা বেড়েছে; আর যেনো না বাড়ে, তা নিয়ে কঠোর নজরদারি চলছে।

আলী ইমাম মজুমদার বলেন, নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমাদের লক্ষ্য, আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য উৎপাদন ও রফতানিতে সক্ষমতা অর্জন।

তিনি আরও বলেন, আমরা যদি খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তাহলে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়বে এবং রফতানি আয় বহুগুণে বৃদ্ধি পাবে।

আগামী মাসে ওএমএস (উন্মুক্ত বাজারে বিক্রি) ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে বাজারে চালের দাম আবারও স্থিতিশীল হবে বলেও আশা প্রকাশ করেছেন খাদ্য উপদেষ্টা।

এনএনবাংলা/আরএম