গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে আগ্রহ প্রকাশ করছেন না।
দেশের বাইরে তার চিকিৎসার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতার আশ্বাসও রয়েছে। এরই ধারাবাহিকতায় নুরের পরিবারের কয়েকজন সদস্যদের পাসপোর্ট করা হচ্ছে। অর্থের সংস্থানও করা হয়েছে। তবে এই মুহূর্তে বিদেশে চিকিৎসা নিতে আগ্রহ দেখাচ্ছেন না নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে, নুরুল হক নুরর পরিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাতে সরকারের কাছে আগ্রহ প্রকাশ করেছে। ওই হাসপাতালে চিকিৎসা করাতে অগ্রিম পেমেন্ট করতে হবে। সেটিও সরকারের পক্ষ থেকে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু নুরুল হক নুর এখনো সম্মতি দেননি। ফলে বিদেশে যাবার বিষয়টিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা রাখতেই বিদেশে যাত্রায় অনাগ্রহ নুরুল হক নুরের। তাছাড়া সামনে নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। বিদেশে গেলে কত দিনে আসতে পারবেন সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। বিদেশ থাকলে নির্বাচনকালীন পরামর্শ থেকে বঞ্চিত হতে পারে দল। এছাড়া তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন। ফলে বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তাও কম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিবার থেকে নেওয়া হবে।
নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর ও তাকে বিদেশে নেওয়ার বিষয়ে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
এ ছাড়া সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ঢামেক প্রশাসনিক কার্যালয়ে এক সংবাদ করে নুরুল হক নুরের চিকিৎসার বিষয়ে সর্বশেষ অবস্থা জানিয়েছেন।
তিনি বলেন, নুরুল হক নুরের শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই। শুরুতে যে বিষয়টি নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন ছিলেন, তা হলো মাথায় আঘাত। তবে আইসিইউতে থাকা অবস্থায় আরেকটি সিটি স্ক্যান করা হলে দেখা যায়, যে রক্তক্ষরণ ছিল, তা মোটামুটি ঠিক হয়ে গেছে। ফলে নুরের অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল
টকশোর আড়ালে আ. লীগকে পুনর্বাসন ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ১০১ কোটি টাকার ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল