এস এ শফি, সিলেট: ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় হতাহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ফিলিস্তিনের গাজায় যেতে চান সিলেটের ১০০ জন রেজিস্ট্রার নার্স মিডওয়াইফ ও নার্সিং শিক্ষার্থী। এজন্য সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে ৫ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবের কাছে তারা স্মারকলিপি দেন। তারা স্বেচ্ছায় বিনামূল্যে এ সেবা দিতে চান বলে জানিয়েছেন।
নার্সরা জানিয়েছেন, গাজায় মানবতা বিপন্ন। মানুষ বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। এ অবস্থায় মানুষ হিসেবেই আমরা এ উদ্যোগে নিয়েছি। ১০০ জন নার্স ও নার্সিং শিক্ষার্থী ফিলিস্তিন যেতে চাই।
আমরা যেহেতু মেডিক্যাল পারসন, যুদ্ধে অংশ নিতে না পারলেও আহতদের বিনামূল্যে সেবা করতে চাই।
এরই মধ্যে ৯৬ জন রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থীর একটি টিম গঠন করা হয়েছে। প্রত্যেকেই পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এই তালিকায় নাম দিয়েছেন। সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন।
তারা সরকারের সহযোগিতা পেতে তারা জেলা প্রশাসকের মাধ্যমে ৫ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। গাজায় তাদের পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানান শিক্ষার্থীরা।
আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল