প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট এ কে রাতুল মারা গেছেন। গতকাল রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জিমে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।
ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর রাতুলের ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
এ কে রাতুল কেবল একজন গায়কই ছিলেন না, তিনি রক সংগীতজগতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।

তার মৃত্যুতে শোকে আচ্ছন্ন দেশের সংগীতাঙ্গন। জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বলেছে, দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রোডিউসার, ওন্ড-এর বেজিস্ট-ভোকালিস্ট এ কে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকাল মত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তার আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারকে সৃষ্টিকর্তা এ গভীর শোক সহ্য করার শক্তি দিন। আমিন।
এদিকে, বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান বলেন, সোমবার (২৮ জুলাই) সকাল ৮টায় বনানীর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে বাবা জসীমের কবরেই দাফন করা হবে রাতুলকে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
বলিউড অভিনেতার সঙ্গে তানজিন তিশা
নিষেধাজ্ঞায় পড়তে হলো মেসিকে
উত্তরায় নাটক-সিনেমার শুটিং বন্ধে নির্দেশ, শিল্পীদের ক্ষোভ