January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 25th, 2022, 7:41 pm

চিরঞ্জীবীর সিনেমা থেকে বাদ পরলেন কাজল

অনলাইন ডেস্ক :

পরিচালক কোরাতলা শিবার পরবর্তী সিনেমা ‘আচার্য’। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী, রাম চরণ। শুরু থেকেই জানা যায়, সিনেমাটিতে চিরঞ্জীবীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কাজল আগরওয়াল। শুটিং করতেও দেখা গেছে তাকে। আগামী শুক্রবার মুক্তি পাবে ‘আচার্য’ সিনেমা। মুক্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে এ সিনেমায় ট্রেইলার। কিন্তু তাতে কাজলকে দেখা যায়নি। এরপরই গুঞ্জন শুরু হয়, চিরঞ্জীবীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছেন না কাজলের। এবার জানা গেলো, সিনেমাটি থেকে কাজলের সব দৃশ্য বাদ দেওয়া হয়েছে। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে। পরিচালক কোরাতলা শিবা সংবাদমাধ্যমটিকে বলেন ‘সিনেমাটি থেকে কাজলের সম্পূর্ণ অংশ ফেলে দেওয়া হয়েছে। নীলাম্বরি চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে; তিনি রাম চরণের প্রেমে পড়েন। তবে সিনেমাটিতে চিরঞ্জীবীর বিপরীতে কেউ থাকছেন না।’ শুটিং করার পর ঠিক কী কারণে সিনেমাটি থেকে বাদ পড়লেন কাজল তা ব্যাখ্যা করেননি এই নির্মাতা। গত মঙ্গলবার পুত্র সন্তানের মা হয়েছেন কাজল। গৌতম কিচলু ও কাজল দম্পতির এটি প্রথম সন্তান। বর্তমানে মাতৃত্ব উপভোগ করছেন এই অভিনেত্রী। ২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিসলুকে বিয়ে করেন কাজল। বিয়ের পর থেকেই এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। তবে চলতি বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান এই অভিনেত্রী।