January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 6th, 2022, 7:46 pm

চিলওয়েলের বিশ্বকাপ শেষ

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে খেলা হচ্ছেনা চেলসির ইংলিশ ফুল-ব্যাক বেন চিলওয়েলের। প্রিমিয়ার লিগের ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে স্ক্যান রিপোর্টে তার হ্যামস্ট্রিংয়ে গুরুত্বপূর্ণ চোট ধরা পড়েছে। বুধরাব ডিনামো জাগ্রেবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে স্টপেজ টাইমে চিলওয়েলকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। ঐ সময় ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠে পড়ে যান। পরবর্তীতে চেলসির মেডিকেল স্টাফদের সহায়তায় মাঠ থেকে বেরিয়ে আসেন। পরে দেখা গেছে ক্র্যাচে ভর করে তিনি স্ট্যামফোর্ড ব্রীজ ত্যাগ করছেন। চেলসির এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘স্ক্যান রিপোর্টের ফলাফল অনুাযায়ী দেখা যাচ্ছে চিলওয়েলের ইনজুরির মাত্রা বেশ গুরুতর। দূর্ভাগ্যবশত: বিশ্বকাপে তার খেলা হচ্ছেনা। ক্লাবের মেডিকেল ডিপার্টমেন্টের অধীনে এখন তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’ ইউরো ২০২০’এ ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চিলওয়ের। গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়ে গত মৌসুমে তার খুব একটা মাঠে নামা হয়নি। কিন্তু এবারের মৌসুমে শুরু থেকেই চেলসির মূল দলে খেলেছেন। এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩টি ম্যাচ খেলেছেন চিলওয়েল। এর আগে চেলসির রেসি জেমস এসি মিলানের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। নতুন করে চিলওয়েলের ইনজুরি ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটকে দু:শ্চিন্তায় ফেলেছে। এ ছাড়া ম্যানচেস্টার সিটির দুই খেলোয়াড় কাইল ওয়াকার ও কালভিন ফিলিপসের ফিটনেস নিয়েও শঙ্কার মধ্যে রয়েছে ইংল্যান্ড। আগামী ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড।