অনলাইন ডেস্ক :
ধ্বংস করা চীনা গুপ্তচর বেলুন উদ্ধারের প্রথম ছবি প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশে এই চীনা গুপ্তচর বেলুন দেখা গেলে তা গুলি করে অ্যাটল্যান্টিক মহাসাগরে ফেলা হয়। মঙ্গলবার প্রকাশিত ছবিতে দেখা যায়, মার্কিন নৌবাহিনীর সদস্যরা একটি স্পিড বোটে বসে হাতে হুইল নিয়ে সাগরে পড়ে থাকা বেলুনের কাপড় টেনে তুলছে। চীনা বেলুনটির খ-াবশেষ সংগ্রহ করার জন্য নৌবাহিনী পানির নিচের ড্রোন, যুদ্ধজাহাজ ব্যবহার করছে। গত শনিবার দক্ষিণ ক্যারোলিনার উপকূলে গুলি করার আগে গত সপ্তাহে উত্তর আমেরিকার উপর বেশ কিছুদিন উড়েছে বেলুনটি। চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন নর্দান কমান্ডের প্রধান জেনারেল গ্লেন ভ্যানহার্ক বেলুনটি সম্পর্কে বলেন, বেলুনটি প্রায় ৬০ মিটার লম্বা এবং এর নীচে একটি বড় সেন্সর প্যাকেজ লাগানো আছে। যদিও চীন বেলুনটি সর্ম্পকে বলেছিল, বেলুনটি প্রাথমিকভাবে আবহাওয়ার তথ্য সংগ্রহ করছিল। সোমবার এক বিবৃতিতে ভ্যানহার্ক বলেছিলেন, বেলুনটি পুনরুদ্ধারে যারা কাজ করছে, তারা বেলুন উদ্ধারের সময় সতর্কতা অবলম্বন করেই কাজ করছে, যেন কোনো ক্ষতি না হয়। বেলুনের অবশিষ্ট অংশগুলির উদ্ধারের জন্য সমুদ্রের নীচের ম্যাপ এবং স্ক্যান করতে জাহাজ ব্যবহার করছে নৌবাহিনী। এই ঘটনা বর্তমানে দুই দেশের মধ্যবর্তী উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যার প্রভাব পড়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক সম্পর্কেও। এই ঘটনার জেরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীনের রাজধানীতে পূর্বপরিকল্পিত একটি সফর বাতিল হয়েছে, যা আগামী রোববার হওয়ার কথা রয়েছে। তবে চীন বলেছে, বেলুনটি গুলি করার সিদ্ধান্তটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ককে গুরুতরভাবে প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত করেছে। সোমবার চীনের এমন মন্তব্যের উত্তরে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন,”যুক্তরাষ্ট্র কোনো সংঘর্ষ চাইছে না। আমরা যা করেছি নিজেদের সুরক্ষার জন্য করেছি। “
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের