January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 25th, 2024, 12:07 pm

চীনের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টিতে নিহত ১১, নিখোঁজ ১৪

অনলাইন ডেস্ক :

চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে ১১ জন নিহত হয়েছে। এছাড়া অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এ ঝড়-বৃষ্টিতে ১ বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের হুলুদাও শহরে লোকজনকে উদ্ধারের সময় একজন কর্মকর্তা মারা গেছেন। ‘স্মরণকালের ভয়াবহ’ এই ঝড়বৃষ্টির সময় নিখোঁজ হওয়া লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সম্প্রচার মাধ্যমের একটি ছবিতে দেখা গেছে, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগে ১ লাখ ৮৮ হাজার ৮০০ মানুষের ১০.৩ বিলিয়ন ইউয়ান (প্রায় ১.৪ বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে। বহু রাস্তাঘাট, সেতু ও তার (ক্যাবল) ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিসিটিভি জানিয়েছে, দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২.৮ সেন্টিমিটার (প্রায় ২১ ইঞ্চি), যা প্রাদেশিক রেকর্ড ভেঙেছে। এতে বলা হয়, শহরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশে মাত্র দিনের অর্ধেক সময়ের মধ্যে এক বছরের সমান বৃষ্টিপাত হয়েছে এবং ১৯৫১ সালে আবহাওয়া রেকর্ড শুরু হওয়ার পর থেকে এটি হুলুদাওয়ের সবচেয়ে বেশি বৃষ্টিপাত।

চীন সরকার দুর্যোগ ত্রাণ প্রচেষ্টায় সহায়তার জন্য ৫০ মিলিয়ন ইউয়ান (৭ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে।

গত এক মাস ধরে চীনে বন্যা চরম আকার ধারণ করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও খারাপ হয়ে ওঠায় সরকারকে দুর্যোগ প্রস্তুতি জোরদার করতে বার বার সতর্ক করেছেন চীনের নীতিনির্ধারকরা।

চীনে গত দুই মাসে প্রবল বর্ষণে ভূমিধস ও বন্যায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।