অনলাইন ডেস্ক :
চীনে প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির সম্মেলন রবিবার শুরু হয়েছে। এই সম্মেলনেই প্রেসিডেন্ট শি জিনপিং দলটির তৃতীয় মেয়াদেও দায়িত্ব নিতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। ফলে এক ধরনের বিতর্কের সূত্রপাত হয়েছে। কারণ এ ধরনের নজির সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। এতে মাও সেতুংয়ের পর তিনিই শক্তিধর চীনা রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন।
উদ্বোধনী অধিবেশনে শি একটি দীর্ঘ ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে চীনের কঠোর একদলীয় নীতি, সমালোচনার অসহিষ্ণুতা এবং কোয়ারেন্টাইন ও ভ্রমণ নিষেধাজ্ঞাসহ কোভিড-১৯ বিষয়ে কঠোর অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।
বেশিরভাগ চীনের রাজনৈতিক সভাগুলোর মতো এবারও এ সংক্রান্ত সামান্য তথ্য অন্যরা জানতে পেড়েছে। বাকিটা জানা যাবে সম্মেলনের বন্ধ-দরজা অধিবেশনের কয়েকদিন পর।
সামনাসামনি বৈঠকে কতটা আগে থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কতটা এখনও নেয়া হয়নি তা অজানা অবস্থায় আছে।
পার্টির ৯ কোটি ৬০ লাখ সদস্যের মধ্যে দুই হাজারেরও বেশি সদস্য বেইজিংয়ের কেন্দ্রস্থলে হল্কিং গ্রেট হল অব দ্য পিপল-এ সপ্তাহব্যাপী সভায় যোগ দিচ্ছেন।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
সুপার স্টার গ্রুপের ‘ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসি’