January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 20th, 2024, 8:26 pm

চীনের পূর্বাঞ্চলে বন্যায় নিহত ২, নিখোঁজ ৫

সিনহুয়া, হেফেই :

চীনের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় দুইজন নিহত এবং আরও ৫ জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে।

পূর্ব চীনের আনহুই প্রদেশের হুয়াংশান শহরে প্রবল বৃষ্টিপাত হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে বৃষ্টিপাতের ফলে ২০০ জনেরও বেশি বাসিন্দাকে জরুরি উদ্ধারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এখন পর্যন্ত ২ হাজার ১০০ জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শহরটি বন্যা নিয়ন্ত্রণের জন্য তার জরুরি প্রতিক্রিয়া তৃতীয় স্তর থেকে দ্বিতীয় স্তরে উন্নীত করেছে।

চীনে চার স্তরের বন্যা নিয়ন্ত্রণ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রথম স্তরটি সবচেয়ে মারাত্মক।