অনলাইন ডেস্ক :
চীনের বৃহত্তম নগর সাংহাইকে লকডাউনে রেখেই একে করোনাভাইরাসশূন্য ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে উত্তর কোরিয়ায় জ¦রে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। সাংহাইয়ের স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝাও দানদান বলেন, সাংহাইয়ের ১৬টি এলাকার সব কটিতেই স্থানীয় স্তরে ‘শূন্য কভিড’ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। অর্থাৎ কোয়ারেন্টিনভুক্ত এলাকার ভেতরেই গত মঙ্গলবার নতুন করে এক হাজারের বেশি করোনা শনাক্ত হলেও বাইরে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। তাতে অবশ্য স্বাস্থ্যবিধির কড়াকড়ি একটুও কমেনি। নগরের ৩৮ লাখ বাসিন্দা এখনো কঠোর লকডাউনে রয়েছে। তারা কেউ বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পাচ্ছে না। এদিকে গত মঙ্গলবার উত্তর কোরিয়ায় জ¦রে ভুগে আরো ছয়জনের মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ জানায়। গত সপ্তাহে দেশটিতে প্রথমবারের মতো কভিড শনাক্ত হওয়ার পর এ নিয়ে জ¦রে মৃত্যুর সংখ্যা ৫৬ জনে ঠেকেছে। সূত্র : এএফপি।
আরও পড়ুন
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫
আলোচিত মামলা থেকে খালাস, অব্যাহতি
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রিমান্ডে